সত্য উত্তম! কতই না মনোরম
এসো করি তারে কাব্যময়।
মিথ্যা প্রলোভনে ঈমান হারালে-
কেমনে হবে জান্নাত জয়!
যদি চলতেই থাকে দুষ্কর্মের চর্চা-
বাড়বে পামরের আগ্রাসন!
ভাঙ্গবে মনোবল, রবে না ভিত।
বিনষ্ট হবে সব আয়োজন!
সত্যহীনের ছলনায় মাতাল হলে
মিথ্যা তোমায় করবে গ্রাস!
ন্যায্যতা যদি পালাতে বাধ্য হয়-
হতেই থাকবে ভ্রষ্টের চাষ!
এসো করি তাই সত্যের আবাদ
সুন্দর হবে তবে এই ভুবন,
মিলেমিশে থাকবো সব জনতা
সুখকর হবে সবার জীবন।