কথার সাথে কাজের, নেই যার মিল,
অকারণে অপরের ঘরে মারে ঢিল!
দেয়ালের আবডালে বলে ভিন কথা,
বোঝে না যে মানুষের হৃদয়ের ব্যথা
সেও যদি ডেকে বলে, বড় ভালোবাসি!
তোমাদের কল্যাণেই আমিও যে হাসি!
হাসার-কাঁদার মাঝে প্রহেলিকা যার-
কথার মাঝেও থাকে অলীক প্রহার!


আর কত প্রহসন পোহাবে মানুষ!
দেখতে চায় না আর ঠুনকো ফানুস!
জাগরণী গানে গানে জানাবে স্বাগত,
অদূরে অপেক্ষমান, যারা সমাগত;
মিলনের বাঁশি বাজে বিভক্ত উঠোনে
হয়তো উঠবে সবে নতুন সোপানে।