হৃদ আকাশের চন্দ্রমুখী, তোমায় ঘিরে স্বপন দেখি,
ইচ্ছে করে তোমায় নিয়ে যাবো তেপান্তর,
মেঘের ভেলায় চড়বো বসে, রংধনুকে ধরবো কষে
হারিয়ে যাবো কল্পলোকের রঞ্জিত প্রান্তর।


হাওর-বাওর, বন পেরিয়ে, ইচ্ছে ডানার রং ছড়িয়ে
নতুন ঊষার আলোটুকু মাখবো সারা গায়,
সন্ধ্যা যখন ধরবে চেপে, চাঁদের আলো নেবো মেপে
জোয়ার ভরা প্রেমনদীতে উঠবো ডিঙ্গি নায়।


ভালোবাসার কাব্য লিখে, তোমার অঙ্গে দেবো মেখে
আবেগ ভরা সুর মিশিয়ে গাইবে আজীবন,
দুই নয়নে আমায় দেখে, স্মৃতির পাতায় জমা রেখে
যখন খুশি প্রেমের নেশায় করো আলিঙ্গন।


হৃদয় মাঝে যতন করে, রেখো প্রেমের মিনার গড়ে
লুকিয়ে রেখে চুপিসারে করো গো সোহাগ,
আলতো করে ক্লান্ত গায়ে, কোমল হাতের পরশ দিয়ে
মিটিয়ে দিও তপ্ত দেহের সুপ্ত অনুরাগ।


মিষ্টি ঢেউয়ে ছন্দ তুলে, করবো সিনান ঝিলের জলে
গুনগুনিয়ে গাইবো যুগল মুক্ত পবনে,
রাত-বিরাতের ঝড়-প্লাবনে, সিক্ত হবো শীত-শ্রাবণে
দু’জন মিলে গড়বো বাসর নন্দকাননে।