প্রেমের বাজার নাকি মন্দা!
এইমাত্র বলে গেল ছন্দা;
গায়ে পড়ে হতে চায় সাথী!
এসবই পরকীয়ার ধান্দা!


হ্যালো কে, মিতা বোন?
অচেনা মানুষ করে ফোন!
হায়! কি নাছোড় বান্দা!
হায়! হতে চায় সে আপন!


ইচ্ছে করে ঠেলা দেয়!
দুঃখিত! বলে দাঁড়িয়ে যায়!
বলে, চেনাচেনা লাগে;
মূলত তারা ভিন্ন কিছু চায়!


চলতে ফিরতে সড়কে,
ভাই ডাকবো বলো কাকে!
একটু অসতর্ক হলেই
প্রিয়তমা বলে পিছু ডাকে!


হায়! কি করি এখন!
কারে বলি-নেইরে সুজন;
এ কেমন অস্থিরতা
নটখট বাড়ছে-অকারণ!