বর্বরদের বাথানে অবিরাম শুনি-
হিংস্র পশুর বিভৎস খিস্তিখেউর!
পাই অস্থিরতার-নির্লজ্জতার ঘ্রাণ
আর নীচতা-বর্ণহীনতার বিস্বাদ!
এ যেন সেই অভিশপ্তদের নরক!
যেখানে অসভ্যরা করে বসবাস!
যেই শুনি, হৃদ ঝলসানো নিনাদ,
কানে অঙ্গুল দিয়ে উবু হয়ে বসি,
যেন উপর দিয়ে উড়ে চলে যায়
অশোভন-বিদীর্ণ করা বাক্যবাণ!
এসিড বৃষ্টির মত ঝরতেই থাকে-
আকাশ থেকে যেমন করে ঝরে
কিম্ভুতকিমাকার! বরফের চাঁই!
সেটাই কেউ বা চেটেপুটে খাই!