ফিতনার সুনামিতে ভেসে যায় বিশ্বাস
ঈমান-আমল গ্রাস করে বিশ্বের মোহ!
পরকালের আতঙ্ক স্পর্শ করে না হৃদ
উল্টো স্রষ্টার বিরুদ্ধে করিতেছি দ্রোহ!


ফিরে যেতে চায় মন ভোগের ভাগাড়ে
ত্যাগের শিক্ষা নিতে নেই কারো ধৈর্য,
কার চেয়ে কে যে বড়, করিতে প্রমাণ
অনিয়মে অর্জন করি কত দীপ্তি-ঐশ্বর্য!


হাদিসের বাণীকে নিয়ে করছি তামাশা
রাসুল প্রেমিককে করি উপহাসে ত্যজ্য!
কোরানের আলো ভুলে ছড়াই ধোঁয়াশা
দ্বীনের বিধানকে সদা ভাবিতেছি বর্জ্য!


কারণে-অকারণে করি সুনীতির বিনাশ
ক্ষুদ্র-ক্ষমতার জোরে করি দম্ভ প্রকাশ!
মানবতা ঘাতন করে যারা করে উল্লাস
তাদেরই কাছে চাই সুবিচারের আশ্বাস!


তাদেরই বিধানে খুঁজি মুক্তি-শান্তি-স্বর্গ
যারা করে অনাচার, সততাকে পরিহার,
শালীনতা নিয়ে যারা করে ঠাট্টা-বিদ্রুপ
তাদেরই-আরাধনা করি অহরহ কতবার!