ঘরণী যখন শত্রুর দোসর!
নিরাপত্তা তখন হুমকির সম্মুখীন!
রক্ষক যখন ভক্ষক!
বিপর্যয় তখন সন্নিকট।
মুক্তির আশা ক্ষীণ!


ছলনার আচ্ছাদনে পরিপাটি মাটি!
বটবৃক্ষের শেকড় খায় ঘুণে!
কারো বা ভাগ্যে জোটে গুপ্তধন-
বাদবাকি সব সতর্ক হয়ে হাঁটি!
পাও ফেলি গুনে গুনে!


ক্রমান্বয়ে ভুলে যাই সুখের স্বাদ!
অন্তস্থলে বাজে বাঁশরীর সুর!
অথচ বহিরাঙ্গন রঙ্গমঞ্চ, নেই বিষাদ!
চাকচিক্যময় জীবন উড়ায় কেতন-
শুধু ভুক্তভোগীরাই মূঢ়!


হৃদয়ের দহনে তখন পৃথিবী জ্বলে-
জ্বলে বুভুক্ষ মানুষের উদরে আগুন!