হুল ফুটানো সুন্দরকে
ভালোবাসার মজাই আলাদা!
দুঃখই যদি না থাকে তবে
সুখের মূল্য কি?


স্বপ্নের স্বাদ যতই মধুর হোক,
সে তো অবচেতন মনেরই খেয়াল!
বিধুর স্বপ্নও কি অলীক নয়?


জীবনের যুদ্ধটা বড়ই নির্মম!
যতটা সহজ ভাবি, ততটা নয়;
কখনো অনাবিল আনন্দ,
কখনো বা ঘটে সংঘাত!


কল্পনায় আল্পনা এঁকে এঁকে
করি বোকার স্বর্গে বাস,
যত বড়ই হই না কেন
অবশেষে হবো লাশ!