শত্রুর ও যিনি মঙ্গল চান
কোন বিচারে সে পাপী!
তারপরও তারে কর যদি খুন
আরশ উঠবে কাঁপি!


মানবতা আজ মাথা কুটে মরে
সত্য হয়েছে বাসি!
অপরাজনীতি জনপ্রিয় হয়ে
মুক্তিকে দিল ফাঁসি!


মনোবেদনায় কাঁদে ভালবাসা
সুখ হলো পরবাসী!
রঙ তামাশায় কাটিছে প্রহর
মিথ্যা সর্বনাশী!


ভোলামন ভাবে এমনি করিয়া
পার করে দেবো দিন,
ভোগ-বিলাসে কাটিয়েছো বেলা
কে করিবে শোধ ঋণ!


রবি ডুবে গেলে আসবে রাত্রি
হবে সব অন্ধকার!
সুখের খিড়কি খুলবে না আর
হবেই রুদ্ধ দ্বার!