চূড়ান্ত সময় সমাগত প্রায়,
বিজয়ের ঘ্রাণ পাই খোলা জানালায়;
এ কারো কোন নির্ঘুম দিবাস্বপ্ন নয়
স্রষ্টার কারিশমায় সত্যের হবে জয়।


পৃথিবী ভঙ্গুর, হবেই বিলীন,
মানুষও মরণশীল তবু কত উদাসীন!
অবনীকে ভালোবেসে আঁকি কত ছক
আপন স্বার্থে নষ্ট করি মানুষের হক!


অশিষ্টতা করে ঈমানকে খুন!
ঘরে ঘরে ঢুকে গেছে অভিঘাতী ঘুন্!
যেদিন চূর্ণ হয়ে যাবে আকাশ-জমিন
শক্তির জোরে সেথা পাবে না জামিন!


বিশ্বটা নয় কি স্রষ্টার অধীন?
স্বৈরতন্ত্রে ঢুকে গিয়ে হইও না বেদ্বীন,
কোথা আছে মানবতা? চলছে দুর্দিন;
এসো মুক্তি পেতে করি পুণ্য অনুদিন।