যে প্রজন্ম জীবনকে বড় বেশি ভালেবাসে;
যারা অবনীকে ভাবে অমরত্মের স্বর্গরাজ্য!
পার্থিব জগতে অন্বেষ করে নেশার পসরা!
বেসুরো কন্ঠে গায় অবলীলায় সুখের গান!
অন্তর জুড়ে সর্বদাই করে ওরা ঘৃণার চাষ!


ওরা মানুষের ভালোবাসা নয় সম্পদ চায়!
ক্ষমতার মোহ পাগল করেছে প্রশান্তি নয়!
তারা বিরাজ করে দুর্বিনীতের হৃদয় জুড়ে!
শক্তির দম্ভে নিত্যদিন করে সুনীতির ক্ষয়!
এভাবে চায় ওরা, শোষণ করতে অসহায়!


ওরা বাক্য চালায় নিয়ত, হুমকির ভাষায়!
মসনদ চায় সর্বদাই যত অনৈতিক পন্থায়!
ভাবে, সবকিছু তাদের! আর বাকি উদ্বাস্তু!
কিন্তু, দেখে না ত্রাতা, বিদ্যমান যার শাস্ত্র।