খবিশের সাথে যুদ্ধ করতে চাই মজবুত ঈমান।
কারণ, ওরা মানে না কারো লিখা ধারাপাত!
ওরা নিজেরাই গড়ে নিজেদের মত করে অভিধান!
যেখানে থাকে না প্রয়েগের কোন শাস্ত্রীয় বিধান!
দর্শনও ধর্ষণ করে বারংবার প্রকাশ্যে বেলা-অবেলায়!
প্রতিকারহীন বিশ্বের গালভরা বুলি দিয়ে কাব্য লিখা যায়,
যা কি না, কাজে লাগে শুধু-শুধু শয়তানের উপাসনায়!
তবে, রাখতে হবে সাথে ফুটানীর ডিব্বা সারাক্ষণ;
নইলে, নানা বিশেষণে কুপোকাত হতে হবে নিশ্চিত!
ওরা মরুকে ভয় পায়! বিদ্রুপ করে কথায় কথায়!
আবার, আমিষের ঘ্রাণ পেলে মানে না কোন কানুন!
উসুল করে নিজেরটার সাথে অন্যের যত ভাগ!
ওরা দুর্বৃত্ত-ভীষণ! করে গর্জন অশালীন ভাষায়!
পায়ে পারা দিয়ে কেড়ে নেয় দাগ-খতিয়ান!