অগনিত জনপদের ধ্বংসস্তুপে দাঁড়িয়ে
মানবতার ঝান্ডা হাতে মোড়লের ঘোষনা-
তথ্যগুলো ভুল ছিল; দুঃখিত!
লক্ষ কোটি প্রাণের মূল্য কি মিটে গেল
শুধু মাত্র দুঃখ প্রকাশে!
  
মধ্যযুগীয় যাযাবরের বংশধর
এবার আধুনিক সভ্যতায় বাস্তুহারা হয়ে
একটু আশ্রয়ের সন্ধানে সাগরে জীবন দিল!


স্বজন বিচ্ছিন্ন মানুষ অভিবাসী হতে চায়;
কোন সম্প্রদায় কি সহানুভূতি জানিয়েছে?
কারও চোখে কি দু’ফোটা অশ্রু ঝরেছে?
তখন তোমার হৃদয়ে উঠেনি কাব্য ঝড়!  


বাতাসে যারা তলোয়ার ঘুরিয়ে শত্রু খোঁজে,
ইঁদুর-বিড়াল খেলার ছকে যারা খেতাবিত হয়ে
ঘুরে দাঁড়াবার প্রয়াসে দৃঢ প্রতিজ্ঞ হয়,
তাদের জন্য ছুঁড়ে দিলে অজস্র ঘৃণার বুদবুদ!


তোমাদের সম্মিলিত রায়ে জানা গেল
ওরা উদ্ধত, দুর্বিনীত, নৃশংস!
ওরা বিনাশিত হোক;
কিন্তু জেনে রেখ-
বিচার এখানেই নয় শেষ,
একদিন দেখা হবে সেই আদালতে;
যেখানে ছলনা হারিয়ে যাবে, রবে না বিদ্বেষ।