হায়রে মানবজাতি, নিজেরই করছো ক্ষতি
আল্লাহ্-রাসুলকে করে বিদ্রুপ!
একটুতো ভয় পাও, তাঁর কাছে ক্ষমা চাও
প্রকাশিত না করে ঘৃণ্য রূপ!


কেনই আঘাত হানো, জবানে লাগাম টানো
ধৈর্য-সহ্য শক্তি আছে কতটুক?
তোমার ক্ষমতা কত? অপরাধে আছো রত!
বিধাতা নিমেষে পারে ছিনতে সুখ।


পামর নিজেও জানে, অহংকার পতন আনে
অথচ জানো না তুমি করছো ভুল,
চিনো না আসল বাড়ি, করছো বাড়াবাড়ি?
অবশেষে হারাতে হবে একুল-সেকুল!


নবীর পায়ের ধুলো, যতনে মাথায় তোলো
সেখানে লুকিয়ে আছে শান্তির মূল,
তাঁর কথা যদি মানি, দূর হবে পাপ-গ্লানি
আল্লাহ্ সদয় হয়ে ক্ষমিবেন শূল।