মানুষ যখন অমানিশার অন্ধকার ও সংকীর্ণ পরিবেশ থেকে
প্রশস্ত-জ্যোতির্ময় পরিবেশে ফিরে আসে, তখন তার মনে হয়;
সে বুঝি বিপ্রতীপ কোন বন্ধন থেকে মুক্ত হয়ে যায়!
যখনই তার মনের মাঝে সেই বাণী প্রতিধ্বনিত হয়-
তখনই হৃদয় খুশিতে আর মুক্তির আনন্দে পরিপূর্ণ হয়ে যায়।
জীবনকে ঐশ্বর্যময় করতে ধর্মীয় চেতনাকে হৃদয়ে ধারণ করেই
এগিয়ে যেতে হয় সত্যের সন্ধানে, যার কোন বিকল্প নেই।
আর সেখানেই মিলে যায় আত্মার সুখ, জান্নাতের ঘ্রাণ।
কেউ যদি প্রত্যাখ্যান করে, তাতে কার কি আসে যায়!
কানন সুরভিত যার, সেই করে প্রত্যাশিত সুধা পান।
যেখানে থাকে না অবিশ্বাসীদের কোন প্রবেশাধিকার।
সেখানে থাকে না ভালোবাসায় কোন বিবর্ণ পাপ;
ছন্দে-ছন্দে মাখে সমস্ত হৃদয় জুড়ে আলোর প্রলেপ,
আর অবগাহন করে কাঙ্খিত শান্তির ফোয়ারায়।