শরতের শেষে সাদা কালো মেঘ
ভেসে ভেসে যায় উত্তরে,
কাশবন দোলে উতাল হাওয়ায়
ঢেউ তোলে প্রেমীর অন্তরে!


উদাস নয়নে ভাসে চাঁদমুখ
বিরহী নিশীথে ঝরে শিশির,
প্রকৃতির সাথে করি আলাপন
আবেগ এসে শেষে ভাঙ্গে প্রাচীর!


অলসতা এসে বাসা বাঁধে হৃদে
নিয়তি খেলিছে লুকোচুরি,
উচাটন মনে বেঁধেছে হতাশা
হৃদয়ে ফোটে না ফুলঝুরি!


সামনে আসছে শীতের কাঁপন
কুয়াশা করবে প্রকৃতি গ্রাস,
আমার আকাশে হাসে না চন্দ্র
পালিয়েছে বুনো হাঁস!


মরমে মরিয়া ছাড়ি আবাসন
আপনারে করি তিরস্কার!
মুঠো মুঠো রোদে হাসছে অবনী
আমার দু’চোখে অন্ধকার!