দিবাস্বপ্নে পৌঁছে যাই কল্পলোকের আঙিনায়!
ভাবি কত আকাশকুসুম মনের মাধুরী মিশিয়ে!
মর্ত্য জগত মনে হয়, তীর্থভূমির মতই পবিত্র!
পাপ পঙ্কিলতায় ডুবে থেকেও ভাবি নিরুদ্বেগে;
কোথায় পাপ-কিসের পাপ মানুষের জনপদে?


স্বকীয় কর্মে পাই না কোন অশুদ্ধতা-অসঙ্গতি!
গড়ে তুলি প্রজন্মের তরে চাকচিক্যময় বসতি!
ভুলে যাই যেতে হবে না ফেরার অচিন দেশে!
ভুলে যাই ওপারের-জবাবদিহিতার বাধ্যকতা!
অহমে থোরাই কেয়ার করি মৃত্যুর পরোয়ানা!


অথচ জানি না সৃষ্টির রহস্য-জীবনের উদ্দেশ্য!
চিন্তা হয়, শূন্য থেকে এসেছি শূন্যে যাব চলে!
অতএব, বেপরোয়া হলেও কার কি এসে যায়!
বিনম্র জীবনতো শুধু হতাশাগ্রস্তদের হাতিয়ার!