লাশের মিছিলের কাছে সব কিছুই পানসে!
ধেয়ে আসছে অগ্নিঝড় ধ্বংসের রূপ নিয়ে!
হে মানুষ! গণকবরে যাবার আগেই জাগো;
কফিনের কাপড়ে মুড়িয়ে নাও আপাদমস্তক!
মুক্তির বাণীকে পুঁজি করে স্থির করো লক্ষ্য;
খুলে দাও সবার তরে নিজেদের রুদ্ধ বক্ষ।
পার্থিব ও পারলৌকিক শান্তি হোক প্রত্যাশা।
যার ছায়ায়, স্বৈর্য ফিরে পাবে দুঃস্থ মানব।


অনলে পোড়ার চেয়ে উত্তম, জয়ের সংগ্রাম;
চাই ঐক্য! সীসাঢালা দুর্ভেদ্য প্রাচীর যেমন।
আগামীর তরে চাও, শান্তিময় সুখের সমাজ।
যেখানে জীবন হবে ভ্রান্তিহীন, ফুলের বাগান।
এই হোক, সান্ত্বনার যোগ্য-নান্দনিক সোপান;
এই হোক মুক্তির সুপথ-অনিন্দ্য হোক জীবন।