সততার মাঝেই বেঁচে থাকে সৌন্দর্যের ঠিকানা।
যেখানে আছে মানবতা আর অনন্ত ভালোবাসা।
তবে, যে সমাজ নৈতিকতার প্রতিপক্ষ হয়ে যায়-
সে সমাজ মানববান্ধব নয়, ঘটে স্বপ্নের পরাজয়!
মানব জীবন যেখানে যখন বৈরী বায়ুর সম্মুখীন
মানবিকতা হয় লীন, অস্পষ্ট থাকে আগামী দিন!
তাই, আল্লাহ’র ইচ্ছার প্রতীক্ষায় আছি নিরালায়।
বিশ্বাস রাখি, তাঁরই ইশারায় ভেসে যাবে অন্যায়।


ধর্মীয় চেতনা থেকেই হৃদয়ের গভীরে অস্তিত্ব পায়
শহীদ হবার আকাঙ্খা, যা ওপারকে করে শান্তিময়,
নির্জনে-অবসরে স্মৃতিচারণ করে প্রহর করছি পার-
তারই সাথে বসে বসে পলক গুনছি চূড়ান্ত বেলার!
বিধাতার বিধান যদি এসে যেত তার কিছুটা আগে,
হয় তো কাঙ্খিত ফুল ফুটতো আমার নন্দিত বাগে।