ভাবছো নিজে সুশীল আমি,
সবার চেয়ে অনেক দামী!
শিক্ষা এবং অর্থ দিয়ে বিশ্ব করবো জয়,
আসলে কিন্তু বিষয়টা অতো সহজ নয়!


শেষ ভাল যার, সব ভাল তার;
ভুলেছি, বিশ্বটা মস্ত কারাগার!
“বর্তমান”কে নিয়ে সবাই করছি অহঙ্কার;
কাল কি হবে, এমন কথা বলা বড় ভার!


হরেক রঙের জীবনধারা
খেই হারিয়ে পাগলপারা!
মনের সাথে সহজ কথায় হয় নারে মিলন
নানা জনের নানা আচার, ভিন্ন যে চলন!


বোঝার থাকে অনেক বাকি
নইলে জীবন শুধুই ফাঁকি!
স্বপ্নগুলো সুপ্ত থাকে, হৃদয় নামের বদ্ধঘরে
বেশির ভাগ হয় না সফল, অনন্তকাল ধরে!