অর্থ-মেধা, রূপ-যৌবন, ক্ষমতা-
বংশগৌরব, মানুষকে অহমিত করে;
দানব চরিতের স্বেচ্ছাচারিতায়
প্রভূ বেশে আপনাকে মেলে ধরে!


শিক্ষা-দীক্ষার উচ্চতা বড় বেশি!
ওজন সর্বস্ব করে তোলে মর্ত্যলোকে,
উচ্চাশা জেঁকে বসে হৃদ মন্দিরে;
বড় বেশি পূজনীয় হতে চায় সূর্যালোকে!


সিংহ যেমন নিজেকেই ভাবে হিংস্রতম
হিমালয় নিজেকে যেমন ভাবে উচ্চতম,
মহা সাগর নিজেকে ভাবে গভীরতম
চন্দ্র-সূর্য ভাবে স্নিগ্ধ আর উষ্ণতম।


আমিত্ম প্রকাশে মানুষ বড় বেশি তৃপ্ত;
উচ্চতা বাড়াতে চায় বিরোধীরে মেরে!
পরিণতি ভাবে না কভু ইগোর বশে,
নিজেকে অনন্য ভাবে গহিন আঁধারে!