প্রাচীনরা কষ্ট দিলে ভেঙ্গে যায় পুঞ্জিত অহম!
বাড়ে অবশেষে ক্লেশ! বাড়ে ক্রমে অভিমান!
জীবনের গানে অবসাদ এলে ভেঙ্গে যায় মন;
মনে হয় যেন, অবজ্ঞার ছলে করে অপমান!


কমে আসক্তি বাড়ে বৈরিতা! দীর্ঘকাল ধরে!
ভাঙ্গে যদি কেউ শর্ত-চুক্তি নতুবা প্রতিশ্রুতি,
সততায় ধরে পচন! বাড়ে আদর্শিক সংঘাত!
নীরবে বাড়ে ব্যাপ্তি তবু, অলক্ষে বাড়ে ক্ষতি!


নির্জনে চলে ভাবীকাল নিয়ে, অনন্ত জল্পনা;
চিন্তার মাঝে জুটে যায় কত, প্রিয়-অনুরাগী!
পরিশেষে তারা গড়ে একতা অনন্যের আশে
অনুভব করে প্রবল তাগিদ রাত্রিদিবস জাগি!


প্রসব বেদনায় কাতরায় যখনই মায়ের জঠর,
রক্তপ্লাবন ভেঙ্গে বেড়িয়ে আসে, নতুন জীবন,
চীৎকার দিয়ে জানান দেয়! আগমনী সংবাদ;
হাস্যোজ্জল স্বজনেরা দেখে নতুনের পদার্পন!