সোনালি ফসলের ঘ্রাণে জীবনের উচ্ছাস!
রংধনুর রঙে স্বপ্ন আঁকে মনে রঙিন বাসর;
ভালবাসার হাতছানি সৃষ্টি করে ইতিহাস।
আনন্দ-আহ্লাদ খেলে যুগলের হৃদয় জুড়ে,
খুনসুটি শেষে মিশে ওরা দুজনার গভীরে।
হারিয়ে যায় তৃপ্তির গূঢ় রহস্যে চাঁদনীতে!
যৌবনের জোয়ারে করে সন্তরণ মহা সুখে;
চায় না রজনীর অবসান সুমধুর আবেগে।


ভুলে যায় অবনীর লাবণ্য প্রেমের পরশে
বোঝে না কি করে পেরিয়ে যায় অনুপল,
ভাবে যদি এভাবে জীবন হতো কাব্যময়!
শ্রাবণের বাদলে তুষ্ট হতে চায় অনন্তকাল;
কেন যে পাখিকুল করে কলরব-কোলাহল
কেন যে রোদ্দুর বলে নিশি হলো অবসান!