ক্লান্ত পান্থ তুমি হারাইওনা পথ
শান্তি তো নয় বেশি দূর,
ভ্রান্তের সাথে কন্ঠ মিলিয়ে তুমি
রচিও না কভু কোন সুর।


রাত্রি গভীর হলেও করোনা ভয়;
প্রভাতে কাটবে অন্ধকার,
ঊষার আলোয় হবে আলোকিত
খুলে যাবে আরশের দ্বার।


সোনালি স্বপ্নে হইও না বিভোর
স্রষ্টার প্রতি নামাইও শির,
অসময়ে নিরিবিলি কাটিয়ে সময়
অশান্ত নয়-নয়তো অধীর।


অনন্তকালের তরে ছাড় ক্ষণকাল;
এ সময় নয় বেশি বড়,
সুখের বসতি চাও যদি প্রিয়জন
নিজকে ভাল করে গড়ো।



নিজেকেই নিজে বলছি, অন্য কাউকে নয়,
দয়া করে কেউ নিজের উপর নিবেন না।