ওরে পামরের পাষন্ড অনুচর!
ভেবেছিলি, কাউকে উচ্ছেদ করে দিলেই
সে আশ্রয়হীন হয়ে যায় স্রষ্টার দুনিয়ায়!
আল্লাহ্’র জমিনটা কিন্তু অতো ছোট নয়।
বরং, হয়ে যায় সে তাঁরই আদৃত মেহমান।
আর, তোরা তখন হয়ে যাস ঘৃণ্য গোনাহ্গার!
পড়ে থাকিস জমিনে, ভুলকে আঁকড়ে ধরে
নষ্ট কীটের মত অভিশপ্ত হয়ে অনন্তকাল।


আমি যখন ছিলাম না সৃষ্টি জগতে দৃশ্যমান-
তখনো ছিলাম অস্তিত্বমান আত্মার জগতে,
আবার যখন হারিয়ে যাবো জমিন থেকে,
তখনো অস্তিমান রবো আত্মার জগতে তাঁরই ইচ্ছাতে।
সৃষ্টির রহস্যের প্রতি স্বীকৃতি প্রদানই ঈমানের দাবী।
যা, না করলেও স্রষ্টার অস্তিত্ব যাবে না ম্লান হয়ে।
বরং, আমিই হারিয়ে ফেলবো চির মুক্তির সত্যপথ।
হয়ে যাবো ক্ষমার অযোগ্য অনন্তকালের তরে!