সেবাসদন ধরায় কাঁপন
দেহ হলে রুগ্ন,
ডাক্তারবাবু ভাড়া খাটে
মনোরোগে ভগ্ন!


ভুল সেবাতে দুঃখ বাড়ে
কষ্ট করে গ্রাস!
টাকার মত টাকা গেল
রুগী হলো লাশ!


তাই নিয়ে সব হল্লা করে
রুগীর স্বজন যত,
অবিচারের বেত্রাঘাতে
মনে বাড়ে ক্ষত!


টাকাও গেল, জানও গেল
খলরা গড়ে দল,
এমনি করেই চলছে সেবা
সবার চোখে জল!


অবশেষে কেঁচো খুড়তে
বেড়িয়ে এলো সাপ!
ডাক্তার নাকি ভেজাল বাপু
ওরে বাপরে বাপ!