অবহেলা অনাদরে দূরে আছি অভিমানে
যদিও দু’চোখে ভাসে তোমার ছবি,
সবুজ সোনালী ধানে ঢেউ তোলে এই প্রাণে
প্রতিটি প্রভাতেই আমি দেখেছি রবি।


কাদা-পানি পায়ে দলে কত গেছি আলপথে
ভিজিয়েছে শিশির এসে দেহ আলগোছে,
জুড়িয়ে গিয়েছে শরীর ঝিরি ঝিরি সমীরণে
হাজারো পাখির গান আজো কানে বাজে।


মেঠো পথে হেলে দুলে গিয়েছি হাটে-মাঠে
কাটিয়েছি অবসর সবুজ ঘাসের সাথে,
মার্বেল, ডাংগুলি, সাথে উড়িয়েছি কত ঘুড়ি
জমেছে আসর কত চন্দ্রপ্রভা রাতে।


আষাঢ়ের বর্ষণে ভিজেছি আপন মনে কত;
চিত্ত বিনোদনে বেড়িয়েছি নায়ে চরে,
কুশলাদী শুধায়েছি জনপদে কত জনে জনে
আনমনে ক্ষণে ক্ষণে আবেগাশ্রু ঝরে!


হাঁড়ি হাঁড়ি কত রস খেয়েছি চুরি করে রাতে;
ভুলিনি মাটির ঘ্রাণ, সব কিছু মনে পড়ে,
ভুলিনি জারি-সারি, পালা গান, সবুজ বনানী
সাধ জাগে ফিরে যেতে সেই কুঁড়ে ঘরে।