ক্লান্ত পাখিরাও নীড়ে ফিরে শান্তির প্রত্যাশায়,
এমনও মানুষ আছে, যার নীড় নেই দুনিয়ায়!
হে মহান প্রভু, আর নিও না ঈমানের পরীক্ষা;
খুলে দাও মুক্তির দ্বার, অনেক হয়েছে শিক্ষা।
তোমারই অনুকম্পায়, মুছে যেতে পারে পাপ;
সান্ত্বনার আশ্বাস চাই, চাই না আর অভিশাপ,
সম্ভাবনার দ্বার খুলে দিলে, পেয়ে যাবো ছাড়
আর যদি হও বিমুখ! দেখবো শুধুই অন্ধকার!


লেলিহান অগ্নিশিখা জাপটে ধরলে পরকালে,
শান্তি পালাবে দূরে, পুড়বে এই দেহ অনলে!
বুঝেছি বক্রতা, হবো না শয়তানের উপাসক;
হে মহান জগত পিতা, দিও না বাড়তি শোক;
আশান্বিত রইবো, নেই আর কোন অভিযোগ,
ওপারের শান্তির তরে, এই পারে দাও রোগ।