সকলের মতই অভীকেরও জন্মস্থানের ঠিকানা ছিল!
যেখানে শৈশবের শ্রেষ্ঠক্ষণ কাটিয়ে এক রুদ্র পেত্নীর
সুখের তরে ছেড়েছিল গাঁয়ের দূষণমুক্ত আদিনিবাস!
অতঃপর শৈশবের বাকি সময়ের সাথে সমাপন করে
তারুণ্য-যৌবনের অনন্য বর্ণিল সময়, সেটাও হারায়
তারই আশীর্বাদপুষ্ট মাফিয়াচক্রের ভয়ংকর চক্রান্ত্রে!
যেন, জগদ্দল পাথরের মত জেঁকে বসে বুকের উপর
আবুজাহেলের মতই! যার আক্রোশে খোয়াতে থাকে
সহায়-সম্পদ, বসতি-জীবন আর সম্ভ্রম! আবার শুরু
হয় অভীকের যাযাবর জীবন যাত্রার নিরুদ্দেশ গমন!


তবে সময় কোন মানুষের গোলাম নয়; আল্লাহ্ ছাড়া।
নিয়ন্ত্রণ হয় তাঁরই ইশারার অধীনে, যিনি একক স্রষ্টা।
চমকিত করার মত তাদের কি কোন সক্ষমতা আছে?
যাদের শুরু ও শেষ আছে; এখানেই স্রষ্টার অহংকার।
অপেক্ষা শুধু তাঁর ইচ্ছার, যিনি শক্তির একক আধার।