সত্যদ্রোহীদের পরাজয় এখন সময়ের ব্যাপার মাত্র!
তোমার বিমূর্ত মননের আচরণে কেউ চমকিত নয়;
বুঝেছে তুমি কার প্রতিভূ, সময় হয়েছে কিছু নষ্ট!
ওহে ভ্রান্ত পান্থ, জানি তুমি ক্লান্ত, তবু নও ক্ষান্ত!
চেষ্টা করো, পাও যদি অর্ণব তট, হও যদি শান্ত।


চাটুকার ভেবে ভুল করেছ! এ তোমারই দৈন্যতা;
স্তাবক স্তাবকতা চায়; মোসাহেব চায় ঢের অনুরক্ত,
তোমার অহম, দাম্ভিকতা সবাইকে করে না বিমুগ্ধ,
হয়তো ক্ষণপ্রভা! সুপেয় জল ভেবে কেউ হয় ত্যক্ত!


আমি আশ্বস্ত বিধাতায়; তাঁরই কাছে চাই বিনিময়।
প্রলম্বিত হতে পারে, তবুও গুনছি আমি সুপ্ত সময়,
তোমার প্রলোভনে প্রলুব্ধ নই; খড়গেও নই ভীত-
কাঙাল কি দেবে! যে স্বয়ং পরমুখাপেক্ষী অবিরত!
ক্ষিপ্ত হ’লে কার কি আসে যায়! নিজে হবে তিক্ত;
অনল জ্বালিয়ে হও দগ্ধ, কারণ তুমি অবনীর ভক্ত!