দুঃসময়ে ঘুমন্ত বিবেক জেগে উঠুক আর একবার,
মূল্যবোধ বাঁচাতে করো সবে পণ রুখে দাঁড়াবার।
সত্য অলঙ্ঘনীয়, ঈমানহীন মানব মানে পরাজয়!
অলীক স্বপ্নে বিভোর বেভুল; আল্লাহ রণক্লান্ত নয়।


মানুষ মরণশীল; অহঙ্কার কখনো তার ভূষণ নয়;
নিজেকে অমর ভাবো? বিধান মানবে না পরাজয়।
মানুষ ভারসাম্যহীন; বিকল্প নয় তার উদ্ভট রায়,
অহম তারই সাজে, সত্য প্রমাণিত যার অভিপ্রায়।


অশুভ বাসনা নিয়ে ছক আঁকো নির্জনে কতবার!
শেষ রক্ষা হয় না তবু! সত্যাদেশ মানে না হার।
স্রষ্টাই জানে সৃষ্টির পরিণাম, কোথায় কি দরকার,
তাঁর কাছে নত হয়ে পরিহার কর নিবীর্য হুঙ্কার।