আলোর মিছিলে দেখেছি ওদের
চলছিল ত্যাগের আয়োজন,
আবার আসবে জানি পিচঢালা রাজপথে
পড়বে যখন প্রয়োজন।


স্বপ্নের ক্যানভাসে সুখের আল্পনা
ওরাই তো এঁকে দিয়ে যায়,
বিনিময়ে ওরা শুধু বিলিয়ে দেবার
সুখ টুকু নিয়ে চলে যায়।


হিসেবের খাতা নিয়ে বকে না প্রলাপ
অশ্রু ঝরিয়ে যায় এ মাটির গায়,
বিজয়ের গানে ওরা সুর দিয়ে যায়
সুখের পাখিরা গেয়ে সুখ্যাতি পায়।