দোষে-গুণেই মানুষ তবে শৈতানের অনুসারী ব্যতিক্রম;
যারা করে অকারণে মিথ্যাচার, অনিন্দ্য সভ্যতার যম!
আল্লাহ্'র বিধানের শত্রু, যাদের মাঝে নেই লজ্জা-শরম
ওরা লালন করে জেনে-বুঝে মূর্খতা, সুশীল নয় অধম!

ওরা ভয়ঙ্কর খুনী, নিজের অজান্তে গড়ে জুলুমের রাজ্য,
যদিও দিনশেষে দায়ভার নিয়ে হয় ধ্বস্ত-নিকৃত-ত্যাজ্য!
নিত্য-নতুন উদ্ভাবন করে নির্বিচার কৌশল, প্রতারণার!
হায়রে! ওরা মানুষ নামের কলংক, শুধু করে অনাচার!


অশ্লীলতার প্রশ্রয় দিয়ে ভোগ করে তার যাবতীয় কুফল!
ওরা স্রষ্টার প্রতি অকৃতজ্ঞ! যদিও অবশেষে হবে বিফল,
সৃষ্টিকে নমস্য ভেবে নিজ স্বত্ত্বাকে করে পাপে জরাজীর্ণ
কিন্তু শ্লেষ্মাপ্রধান! অবিশ্বাসী হয়ে স্রষ্টার কাছে হয় ঘৃণ্য!


সুদ-ঘুষ, দুর্নীতি, গেয়ে অপগীতি করে সময়ের অপচয়
ওরা সন্ত্রাসী, জবর-দখলে নীচ! ওরা মানব বান্ধব নয়!
ওরা ধর্ষক, জুয়ায় থাকে মত্ত করে অশোভন তেজারতি
ওরা দাঙ্গা বাঁধানো স্বার্থোন্মত্ত ওরা দাজ্জালের অপমূর্তি!