আগ্রাসন দেশে দেশে! অতঃপর ধ্বংসযজ্ঞ!
লহুর স্রোতে ভাসে! সবুজ জমিন প্রতিদিন!
শূন্য হয় সন্তানহারা মায়ের বুক-ঝরে অশ্রু!
পিতার কাঁধে সন্তানের লাশ-অযথা অগণন!
একটা শিশুর লাশ! কতটা ভারী হতে পারে;
ফিলিস্তিনীদের মত করে, আর কেউ জানে?
মুক্তির সব দ্বার কি রুদ্ধ করেছো হে মহান!
ওরাওতো আর দশের মত মানুষের সন্তান।


তবু হয়ে গেল নির্বিবাদে বারুদের খোরাক!
হাসপাতালেও নয় ওরা নিরাপত্তার হকদার!
অথচ মানবতার ফেরিওয়ালার কমতি নেই!
ভ্রান্তসঙ্ঘের ভেটোর জারিজুরি তবু চলমান!
মানবতা রক্ষায় ব্যর্থ হয়েও! বড় কথা কয়!
তবু, তারাই সার্থক যেন, ওদেরই হয় জয়!