জটিল সমীকরণে প্রভাবশালীরা আল্লাহ্’র প্রতিপক্ষ!
আল্লাহ্ ত্যাজ্য নানা অপবাদে! নেই তার সাথে সখ্য!
ক্রমাক্রান্ত যেথা প্রকৃতি, নিসর্গ, জলবায়ু, মানবতা
ভোগের মাশুল গুনে গুনে আজ ক্ষয়িষ্ণু, ম্রিয়মান!
তবুও নিরাপত্তায় সুরক্ষিত খোদা, প্রভূ, ঈশ্বর, ভগবান!


বিস্তৃত অরণ্য গ্রাস করে সভ্যতা! আনন্দে মাতে বিশ্ব শোষক!
খন্ডিত বোধ, যৌনতা-অসাধুতার সুনামীর প্রধান পৃষ্ঠপোষক!
বিনম্র প্রজাকুল অসহায়! বিশ্ব পরিসরে দম্ভের হয় জয়!
মধুচন্দ্রিমায় সোহাগী স্বপ্ন দেখে, জীবনের বুঝি হবে না লয়!
অনুকুল বসন্ত অভাবে প্রেমহীন বসুধা অধঃস্থলে বহমান-
ক্ষণজন্মা চরিত্রগুলো ক্রমশঃ অবিশ্বস্ত হয়ে অপসৃয়মান!


অনিবার্যতার গতিপথে উদ্ধত প্রজন্ম তবু নিশ্চিন্ত অগ্রসর!
অজানা ভাবনা বিচলিত করে না! শুধু করে প্রাপ্তির হিসেব!
আনন্দ বিহারে নির্ঘুম রজনী! আপনাকে ভাবে অবিনশ্বর!