তুমি যেখানেই থাক বা যেখানেই যাও,
ফিরে তোমাকে আসতেই হবে আবার সেখানে-
যেখানে রেখেছে করে ওরা সত্যকে অবরুদ্ধ!
চটুকে-আলেয়ার পিছে হয়েছো কাতারবন্দী!
অথচ, তখনই হবে হতাশ! যখন জেনে যাবে
তোমার গন্তব্যস্থলের আসল ও আদি ঠিকানা।
যা তুমি বেমালুম ভুলে গেছো সম্মোহিত হয়ে!
কিন্তু, পারবে কি আর তুমি ফিরে আসতে?
বাধার প্রাচীরে মাথাকুটে মরবে অবশেষে!
অথচ, তখন রবে তুমি অক্ষম-অসহায়!
চাইলেও পারবে না গাইতে মুক্তির গান!
নিজের অজান্তেই হারিয়ে গেছো বিপথে-
ধোঁকার মাধ্যমে প্রতারিত হয়ে অরণ্যে!
যেখানে প্রশান্তি নেই-আছে কষ্ট অনন্তকাল।