মরণ রে তুই আসবি জানি
আগাম তথ্য ছাড়া,
এবার না হয় আমায় ছেড়ে
যা না অন্য পাড়া!


তোর মনে কি নেইরে রহম
পরানটা নিস কেড়ে,
স্বজন ছাইড়া কেমনে যাবো
এই দুনিয়া ছেড়ে!


মাটির ঘরে কেমনে থাকবো
নেই যেখানে খাট,
কে সেখানে দেখবে আমার
অহঙ্কার আর ঠাট!


দ্বার-জানালা নেই সেখানে
ভয়াল অন্ধকার!
উরগ-বিচ্ছু আসবে তেড়ে
কে করিবে পার!


কোথায় পাব একটু আলো
কে করবে আদর!
এই দুনিয়ার বন-বাদারে
চিনলাম না সদর!