কেউ বা করে রঙ-তামাশা কেউ বা করে ঢঙ!
কেউ বা আবার দৃষ্টি কাড়ে সেজে বেঢপ সঙ!
অসত্যের পরাক্রমে, বিরক্ত হয় মন;
কলহের সূত্রপাতে বাধতে পারে রণ!
সেই বিবাদে ভাঙ্গতে পারে কারো বিজয় টঙ!