ঈমানহীন ব্যক্তি মাত্রই
সবার জন্যই বিপজ্জনক!
ওরা অসুন্দরের পূজারী!
কথা বলে ছলা করে,
অশ্লীলতাকে শৈল্পিক রূপ দিয়ে
করে সৃষ্টির অহংকার!
দু’চোখে ঠিকরে পড়ে যৌবনের উত্তাপ,
চলনে বলনে বে-পরোয়া ভারী
ভোগের সামগ্রী ভাবে সুন্দরী নারী!
মিথ্যার উপরে দেয় সত্যের প্রলেপ
অপরের কল্যাণে জ্বলে হিংসার অনল,
দুর্নীতি নীতি তার ছিমছাম বেশে
বাহারি পেশার মাঝে প্রতারণা নির্বিশেষে  
সুদ-ঘুষ, জালিয়াতি, জবর-দখল!
মুখে মধু অন্তরে পোষন করে ঘৃণ্য বিষ
নির্মল সৌন্দর্যে তার যত আক্রোশ
বর্বর যুগের মত সুরা সাকী হয় তার কাব্য রস!
অকারণে খুন করে পায় আনন্দ বিশেষ!
বেহায়ার মত করে সদা আচরণ;
যৌনতার নির্লজ্জ প্রচারে পায় তৃপ্তির ঘ্রাণ,
মানুষ কে দুঃখ দিয়ে ফিরে পায় প্রাণ!
ইচ্ছার দাসত্ব করে; করে জ্ঞানের অহম!
ধর্ম-কর্ম ভাবে হাসির খোরাক,
বর্ধিষ্ণু বিপদেও নড়েনা টনক;
ওরা ঈমানহীন মানুষ তাই
সকলেরই তরে বড় বিপজ্জনক!