রিক্ত পান্থ কাঁদে হারাবার বেদনায়!
অথচ, স্বপ্ন ছিল নীলাকাশ ছোঁয়া!
অমানিশা কাটেনি, দেখেনি একফালি চাঁদ!
বৃথা সাধনায় বিগত মৃত প্রেম!
ভাঙ্গে না তাই তার নির্ঘুমা ঘুম!
মিথ্যে অপবাদে কাটে দুঃসময়!
তবু বেঁচে থাকে অহমের ধুম!
একাগ্র চিত্তে ভালবেসো হৃদয় পিয়াসীরে
নিসর্গপ্রেমীর মত অকাতরে।
যার গভীরে বাসা বাঁধে স্বপ্ন প্রীতির ঘর।
মুছে দিও আপনার হাতে অশ্রুর ঝড়;
সযতনে রেখো হৃদয়ের ছায়ায় জীবন ভর।