অস্থিরতার নগ্নস্রোতে ভেসে যায়
জীবনের সৌন্দর্য আর ঔদার্যতা!
স্বপ্নহীন নির্ঘুম নিশীথের বিড়ম্বনা
কেড়ে নেয় আধ্যাত্মিক নির্মলতা!
মনের উঠোনে ঝরে পড়ে অঙ্কুর!
বাড়ে যন্ত্রণা-বাড়ে বিবর্ণ ভীরুতা।
থমকে যায় উল্লাস আর চঞ্চলতা।
ঔজ্বল্য হারায়, আয়ুর বহ্নিশিখা!
গ্রাস করে আবীলতা-অসঙ্কোচে!
নেমে আসে আঁধারময় যবনিকা।
খামচে ধরে নিরানন্দ সারাবেলা!
পরাভব ডেকে বলে, অতর্কিতে!
পরিহার করো, লালসার তীব্রতা
পরিবর্জন করো যত অশুভ ছায়া।