গতকাল চলে গেল “বিশ্ব বয়ফ্রেন্ড দিবস!”
আহা! বয়ে গেল শান্তির সুশীতল বাতাস!
আছে ভ্যালেন্টাইন দিবস, থার্টিফার্ষ্ট নাইট!
ভালোবাসার নামে যুগল হৃদয় হয় টাইট!


এরপরে আসবে হয়তো “গার্লফ্রেন্ড দিবস!”
বাহারে কি চমৎকার! প্রসঙ্গটা ভারী সরস!
অতঃপর যখন হবে আরো হীনতার প্রসার
শুরু হবে দিবসের ছলে উন্মুক্ত ব্যাভিচার!


অথচ, স্রষ্টার তুষ্টিই যেখানে আত্মার পুষ্টি
যা বিনে আত্মা ক্ষুব্ধ হয়ে করে অনাসৃষ্টি!
সুশীল ফেরারী হবে, লজ্জার হবে অপমৃত্যূ!
পরিণামে ভ্রষ্ট মানুষ হবে শয়তানের ভৃত্য!


এমন দুঃসময় যখন আসবে নষ্ট অবনীতে
উৎসবে নাচবে সৃষ্টি আহা কি সুখে মেতে!
পথহারা রাহী সত্য ভুলে হবে ইচ্ছার দাস
অতঃপর পাপী কি একদিন হবে না লাশ?