মানুষের মনন করে বৈচিত্রের সন্ধান!
মানে না দীর্ঘদিন তারা একই বিধান;
সর্বদা খুঁজে ফিরে স্বপ্নের এপিঠ-ওপিঠ
সুখের সন্ধানে হৃদয়টা করে আনচান!


সুসময় কোনঠাসা! দুর্বিনীত দুঃসময়!
ফাঁদ পেতে বসে আছে মহা শয়তান!
বেখেয়ালে প্রাণ যাবে, ঘটবে সর্বনাশ;
তার সাথে চলে যাবে লালিত ঈমান।


প্রত্যাশার পরিধি যদি বাড়ে ক্রমাগত
অভাব মিটে না শুধু বাড়ে অভিলাষ!
আরো যেন চাই কিছু, কি যেন নাই
নিরন্তর চলতে থাকে পাওয়ার প্রয়াস!