জরাজীর্ণ পথে খুঁজি সুখের কানন
হৃদয়ের মাঝে জ্বলে দুখের অনল!
ঝিরিঝিরি ঝরে জল যখন শ্রাবণ
জীবনের ক্রান্তি কালে নয়ন সজল!
ফাগুনে আগুন চায় শীতল পরশ
সোহাগীর মনোমাঝে মিলনের সাধ!
মোহনীয়া দিবা-নিশি নয়ত নীরস
তবু হৃদয়ের মাঝে রচে মেঘনাদ!


এভাবেই সুখে-দুখে কাটছে সময়
প্রণয়ের-সুখস্মৃতি যেন অভিশাপ!
সময়ের আর্তনাদে বাড়ে অবক্ষয়
জীবনের প্রতিক্ষণে বাড়িতেছে পাপ!
কেউকি শুনছে কারো মধুর বচন!
বদলে যায় না তাই রুক্ষ্ণ আচরণ!