একটা অচেনা-অজানা-অদৃশ্য যাতনা
আমাকে কুড়ে কুড়ে খায় সর্বক্ষণ!
ইচ্ছে করে হারিয়ে যাই জীবন থেকে
উদার নিসর্গের নিঃসীম সীমানায়!
যেথা স্বার্থপরতার অস্থিরতা নেই,
নেই অনলগর্ভা বিদ্বেষের অগ্নিগিরি।


ক্রমেই ভোঁতা হয়ে যাচ্ছে অনুভূতি!
অসহায় আদম সন্তানের আহাজারি
এখন আর স্পর্শ করে না হৃদয়!
আজন্ম লড়াই করে করে হেরে গিয়ে
অবশেষে মৃত্যু কামনা করে নিরন্তর!
নিষ্প্রভ সভ্যতা মাধুর্য ছিনিয়ে নেয়!


প্রলম্বিত দুঃখ মানবতার শত্রু হয়ে
বিভাজিত সমাজে বৈষম্য গড়ে দেয়!
অহমিত মানুষের দাম্ভিক পদচারণা
অলক্ষ্যে স্বপ্নের বেনিয়ান করে দেয়!
অথচ স্রষ্টা সৃষ্টিকে দিয়েছে নির্বিবাদে
বেঁচে থাকার অনিন্দ্য সমঅধিকার।