পরিপাটি ছিমছাম নিপাট ভদ্রলোক;
মাঝে মাঝে শুনায় মজাদার জোক!
জেগে জেগে ঘুমিয়ে থাকে বিছানায়
দেখেও দেখে না সে স্নিগ্ধ আয়নায়!
বাতায়নে ভেসে আসে টকঝালমিষ্টি-
তার কাছে মনে হয়, অকারণে সৃষ্টি!
পাশ ফিরে ঘুমিয়ে থাকে উদ্যমহীন!
এই ভাবে পার করে কত রাত-দিন!


আচমকা মনে হ’লো, কিছু গড়বড়!
অতঃপর শুরু হ’লো ভীষণ নড়চড়!
এখন সে বলে বসে হবেনা এভাবে-
যে ভাবে বলব আমি হবে সেভাবে।
বুঝি বা স্বার্থের আছে কোনো খেলা,
তাই আর এবার দিবে নারে প্যালা।