হৃদয় বিদীর্ণ হলে অভিশাপই
আগুনের স্ফুলিঙ্গ হয়ে হানে প্রত্যাঘাত!
শুরু হয় অহমস্তম্ভের পতন;
অতঃপর দিগন্ত জুড়ে জমাট বাঁধে ঐতিহ্যের ধ্বংসস্তুপ!
হয়তো বা শুরু হয় বিপর্যয়ের সূচনা!
ক্রমেই কর্ণে বাজে দানবের আর্তনাদ!
দৃশ্যমান হতে থাকে পরাজয়ের অদৃশ্য ছায়া;
জিঘাংসার নির্মম থাবা বুমেরাং হয় নিঃশব্দে!


এরপরও থাকে ওরা নির্বিকার!
যেন বুঝেও করে, না বোঝার ভান!
অস্তিত্বকে বাজি ধরে করে গর্জন, হুঙ্কার!


পরিশেষে প্রমাণ করে, ওরা মানবতার শত্রু!
ওরা রচনা করে ক্রমাগত ভঙ্গুর বিধান!
তাই তো মিলে না যোগ-বিয়োগ-গুন-ভাগ!
যদওি জ্বলে উঠে ধপ করে,
নিভে যেতেও লাগে না সময়।