জোয়ার ভাটায় বসত আমার
আছড়ে পড়ে ঢেউ,
দেহ খানির মালিক হলেও
আমি তো নই কেউ।


ঝড় তুফানে সহায় কে কার
কাহার নামটি স্মরি,
হাল ভেঙ্গে যায়, পাল ছিঁড়ে যায়
তবুও বাঁচে তরী!


দিনের শেষে সূর্য যখন
অস্তাচলে ধায়,
কেউ থাকে না ঘাটে তখন
কে কার নায়ে যায়!


কে কার বড় কে কার ছোট
বিচার করবে কে,
কার ভিতরে আলো-আঁধার
জানে শুধু সে।


পোষ মানে না অচিন পাখি
সুখের পিঞ্জরায়,
সময় হ’লেই ছুটে পালায়
কার কোন ইশারায়!