গণঅসন্তোষের পালে লেগেছে কুপিত বায়ুর দোল!
ছল্লিশ শহরে উত্তাল ঢেউয়ে কার্ফিউয়ের ডামাডোল!
এবার বুঝি ভাই গণতন্ত্রের লকডাউনে যাবার পালা!
আরব বসন্তও এবার ছড়াবে ভিন্ন ভাইরাসের জ্বালা?


সেই সাথে আরো অনেক দেশ হয়ে গেছে আক্রান্ত!
ইতোমধ্যে মহারাজ বাঙ্কার ঘুরে এসে হয়েছে ভ্রান্ত!
তবে কি কোথায়ও কোনো ষড়যন্ত্র পাকিয়েছে গোল?
তবে কি পৃথিবীর কাব্যে আসছে কোনো রদ-বদল?


বস সাবধান! তোমার চারপাশেই অক্টোপাশের থাবা!
কারা যেন ফিসফিসিয়ে বলে জমে গেছে বেশ দাবা!
উঠে আসছে স্মৃতির পাতা থেকে স্ববিরোধী তথ্যচিত্র!
অজ্ঞাতে সক্রিয় হচ্ছে ইলুমিনাতির গোপন সব ভৃত্য!


অবশেষে লেজে-গোবরে হলে আসবে কি উর্দি জঙ্গ?
অতঃপর গণতন্ত্রের শবযাত্রায় শামিল হবে ভ্রষ্ট অঙ্গ!
এ ক্রান্তি-কাল কি নব অতিথির জন্মের প্রসববেদনা?
আকাশে দুর্যোগের ঘনঘটা, বিজ্ঞরা করে কত ধারণা!