আম্রপালির বনবীথিতে
ছন্দ-সুরের গান,
মন ময়ূরী নাচে আমার
ভুলেই অভিমান।


হিম পবনের শান্ত ঢেউয়ে
শীতল করে প্রাণ,
নীরব ক্ষণে নয়ন মেলে
চায় সে হৃদয়খান।


সাত-সকালে শিশির মেখে
আপন নগ্ন পায়,
কোকিল হয়ে মধুর সুরে
আমায় ডেকে যায়।


ধানের বনে লুকোচুরি
করতে মজা পায়,
রোজ বিকেলে রুদ্র নদে
মনের বৈঠা বায়।


প্রেম ভিখারি, স্বপ্নচারী;
নয় সে অভাজন।
প্রেম-পিরিতির স্নিগ্ধ ছায়া
চায় সে অনুক্ষণ।